1. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
a) দেরাদুনকে
b) আমেদাবাদকে
c) কোচিনকে
d) সুরাটকে
2. হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন -
a) রাজ্যপাল
b) প্রধানমন্ত্রী
c) মুখ্যমন্ত্রী
d) রাষ্ট্রপতি
3. স্কার্ভি রোগ হয় -
a) ভিটামিন C এর অভাবে
b) ভিটামিন D এর অভাবে
c) ভিটামিন K এর অভাবে
d) ভিটামিন E এর অভাবে
4. ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল -
a) নাগাল্যান্ড
b) গোয়া
c) ত্রিপুরা
d) আসাম
5. সাঁওতাল বিদ্রোহ ঘটেছে -
a) ১৮৫১ সালে
b) ১৮৫৪ সালে
c) ১৮৫৫ সালে
d) ১৮৬৪ সালে
6. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
a) ৮মিনিট ১০সেকেন্ড
b) ৮মিনিট ২০সেকেন্ড
c) ৮মিনিট ৩০সেকেন্ডে
d) ৮মিনিট ৪০সেকেন্ডে
7. ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত -
a) হরিশ বর্মণ
b) আব্দুল কালাম
c) অটলবিহারী বাজপেয়ী
d) রঘুরাম মালিকডে
8. সুনীল গঙ্গোপাধ্যায় নীচের কোন ছদ্মনামটি ব্যবহার করতেন?
a) নীলকন্ঠ
b) সত্যপীর
c) বাণী কুমার
d) নীললোহিত
9. চিনাবাদাম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে -
a) উত্তর প্রদেশ
b) মিজোরাম
c) পাঞ্জাব
d) গুজরাট
10. Wings of Fire আত্মজীবনীটি হল -
a) অর্মত্য সেন
b) প্রফুল্ল চন্দ্র রায়
c) এ পি জে আব্দুল কালাম
d) শচীন টেন্ডুলকার